বিজ্ঞাপন দিন

জলঢাকায় ঈদ উপহার সামগ্রী বি'তরণ



মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে নীলফামারীর জলঢাকা উপজেলায় অর্ধ শত অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বুধবার সকালে পৌরসভার আমরুল বাড়ি জলঢাকা পল্লী উন্নয়ন সংস্থা কার্যালয়ে এসব মানুষের হাতে সেমাই, চিনি, দুধ তুলে দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের সচিব সুলতান আলী। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক আব্দুর রাজ্জাক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্কাউটস সম্পাদক ও সাংবাদিক মর্তুজা ইসলাম, জলঢাকা পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শাহিনুর আলম সুমন প্রমুখ। এসময় নির্বাহী পরিচালক শাহিনুর আলম সুমন জানান, সংস্থাটি দীর্ঘদিন থেকে উপজেলার তৃণমূল জনপদের গরীব দুঃখী মানুষের পাশে থেকে কাজ করে চলেছে। জলঢাকা পল্লী উন্নয়ন সংস্থা টি দারিদ্র্য বিমোচনে অত্র এলাকায় নিরলসভাবে কাজ করে বলে জানান তিনি।

Post a Comment

0 Comments