বিজ্ঞাপন দিন

জলঢাকা থানায় জু'য়া খেলার ডাবু ফরগুটি সহ ০৪ জু'য়াড়ি গ্রে'ফতার

জল ডেস্ক:পুলিশ সুপার নীলফামারী জনাব মোঃ গোলাম সবুর পিপিএম স্যারের দিক নির্দেশনায় জলঢাকা থানাকে জুয়া মুক্ত করার লক্ষ্যে অফিসার ইনচার্জ জনাব মোঃমুক্তারুল আলম এবং ইন্সপেক্টর (তদন্ত) জনাব আব্দুর রহিম ও জলঢাকা থানার অফিসার ফোর্সের সমন্বয়ে গঠিত চৌকস অভিযান টীম জলঢাকা থানাধীন পৌরসভা এলাকার দক্ষিণ চেরেঙ্গা কাজীপাড়া গ্রামস্থ জনৈক মো: মাহমুদ রহমান(৬৫) এর শুকনা পুকুরের মধ্যে প্রকাশ্য স্থানে তারিখ১৭/৪/২৪ রাএী ১১.৫০ ঘটিকার সময় বিশেষ অভিযান পরিচালনা করিয়া ডাবু ফরগুটি ও টাকা দ্বারা জুয়া খেলার সময় জুয়ার আসর হইতে হাতেনাতে আসামী ০১/ মোঃ জামাত আলী (৫১) পিতা- মৃত ভজে মামুদ সাং গাবরোল আসামী (০২)মোঃ আব্দুল মালেক (৪০) পিতা মোঃলোকমান হোসেন সাং-দক্ষিন কাজিরহাট (কাজীপাড়া) আসামী(০৩) মোঃ আজহারুল ইসলাম (৪২) পিতা- মৃত মহর উদ্দিন সাং- গাবরোল (সরকারপাড়া) আসামী(০৪)মোঃ মিনারুর ইসলাম (২০) পিতা-আবেদ আলি সাং-দক্ষিণ কাজিরহাট (তিনকদম) সর্বথানা- জলঢাকা জেলা-নীলফামারী দ্বয়কে গ্রেফতার করা হয় এবং উক্ত জুয়ার আসর হইতে ফরগুটি, ডাবু ৭,১৭০/- টাকা ও ০২টি মোবাইল ফোন মেরুন রঙ্গের ০১ (একটি) বড় প্লাস্টিক জব্দ করা হয় । গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে জলঢাকা থানার মামলা নং-২৫ তারিখ-১৮/৪/২৪ ধারা-১৮৬৭ সনের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ রুজু করা হয়।

Post a Comment

0 Comments