বিজ্ঞাপন দিন

জলঢাকায় রাত পোহালেই পৌর উপ-নির্বাচন



রাশেদুজ্জামান সুমন জলঢাকা নীলফামারী প্রতিনিধি :নীলফামারী জলঢাকায় রাত পোহালেই পৌরসভার উপ- নির্বাচন। সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পযর্ন্ত বিরতিহীন ভাবে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য রিটার্নিং অফিসার এবং আইন শৃংখলা বাহিনী তৎপর রয়েছে। মেয়র পদে এ উপ- নির্বাচনে তিন জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাবেক মেয়র ও সদ‍্য বিএনপি থেকে বহিস্কৃত উপজেলা সভাপতি ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট ( রেলইন্জিন) প্রতিক নিয়ে, প্রয়াত মেয়রের ছেলে নাসিব সাদিক নোভা (নারিকেল গাছ) প্রতিক নিয়ে ও প্রভাষক ছাদের হোসেন ( মোবাইল ফোন ) প্রতিক নিয়ে ভোট যুদ্ধে অংশ গ্রহণ করছে। রিটার্নিং অফিসার জাহাঙ্গীর হোসেন জানান, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মোবাইল কোট পরিচালনা টিম মাঠে সর্বক্ষণ নিয়োজিত থাকবে। এর পাশাপাশি পুলিশ টহলরত অবস্থায় রবে। আশা করছি ৭০ থেকে ৮০ শতাংশ ভোটার ভোট দিবে।পৌর এলাকায় ১৮ টি ভোট কেন্দ্রে ১১৭ টি বুথে ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটার সংখা ৩৭ হাজার একশত ৯১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৮ হাজার ৭৭৪ জন এবং মহিলা ভোটার  ১৮ হাজার ৪১৭ জন। উল্লেখ্য গত জানুয়ারি মাসে ইলিয়াস হোসেন বাবলু মারা গেলে মেয়র পদটি শূন্য হয়।

Post a Comment

0 Comments