বিজ্ঞাপন দিন

জলঢাকায় অসুস্থ ভ্রাম্যমাণ চা বিক্রেতা মজিবর এর পাশে দাড়াল তাক্বওয়া চ্যারিটি ফাউন্ডেশন



আবেদ আলী স্টাফ রিপোর্টারঃ নীলফামারীর জলঢাকার বিভিন্ন হাটবাজারে হেটে হেটে ভ্রাম্যমাণ লাল চা বিক্রেতা মজিবর রহমান দীর্ঘদিন ধরে অসুস্থতায় পরে থাকার ফলে তাকে মালামাল সহ একটি মুদি দোকান প্রদানের মাধ্যমে পাশে দাঁড়িয়েছে তাক্বওয়া চ্যারিটি ফাউন্ডেশন। গতকাল বিকেলে জলঢাকা উপজেলার শৌলমারী আদর্শ বাজারে অসহায় মজিবর এর হাতে মালামাল সহ ওই মুদি দোকানটির চাবি তুলে দেন তাক্বওয়া চ্যারিটি ফাউন্ডেশন এর প্রধান উপদেষ্টা অধ্যাপক ইসমাইল হোসেন। এসময় তাক্বওয়া চ্যারিটি ফাউন্ডেশনের সভাপতি শাইখ মাওলানা আব্দুর রহমান, কার্যকরী সদস্য সাদ্দাম হোসেন, শৌলমারী ইউনিয়নের ৫নং ওয়ার্ড ইউপি সদস্য এজহারুল হক, ৬নং ওয়ার্ড ইউপি সদস্য কাজী ফেমাজ উদ্দিন ও বেশ কয়েকজন ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। তাক্বওয়া চ্যারিটি ফাউন্ডেশনের সভাপতি মাওলানা আব্দুর রহমান জানায়, মজিবর রহমানের বাড়ি কৈমারী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড যদুনাথ পাড়ায়। তিনি পায়ে হেটে বিভিন্ন হাটবাজারে লাল চা বিক্রি করতেন। দীর্ঘদিন যাবত শারীরিকভাবে অসুস্থ থাকায় তিন মেয়ে এক ছেলেসহ ছয় সদস্যের পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছিলেন। তার এ অবস্থা দেখে চ্যারিটি ফাউন্ডেশন ইন্টারন্যাশনাল চ্যারিটি এলান্সকে অবগত করে সাহায্যের জন্য আবেদন জানালে দোকানের মালামাল সহ তার নামে ওই মুদি দোকানটি বরাদ্দ দিয়ে পরিবারটির পাশে দাঁড়ান ইন্টারন্যাশনাল চ্যারিটি এলাইন্স এর ডোনার ডঃ সোহানা ইসলাম। মজিবর রহমানের পাশে দাঁড়ানোর জন্য ইন্টারন্যাশনাল চ্যারিটি এলাইন্স এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ওই পরিবারটি।

Post a Comment

0 Comments