বিজ্ঞাপন দিন

জলঢাকায় বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে শ্রমিকদের আন্তর্জাতিক মে দিবস পালিত



আবেদ আলী স্টাফ রিপোর্টারঃ নীলফামারীর জলঢাকায় বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে শ্রমিকদের আন্তর্জাতিক মে দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন জলঢাকা উপজেলা শাখার সভাপতি আব্দুল মজিদ ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ এর নেতৃত্বে বাসষ্টান্ড চত্বরে জাতীয় পতাকা ও শ্রমিক সংগঠনের পতাকা উত্তোলন এবং কালো পতাকা অর্ধনমিত রেখে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সকল শহীদ শ্রমিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও শপথ ব্যাক্য পাঠ করা হয়। পরে বাসষ্টান্ড চত্বরের আলোচনা সভায় মিলিত হন সকল শ্রমিক ও নেতৃবৃন্দরা। আলোচনা সভায় বক্তব্য রাখেন, জলঢাকা পৌরসভার নব নির্বাচিত মেয়র নাসিব সাদিক হোসেন নোভা, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোকলেছুর রহমান সঞ্জু, যুগ্ন সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন সাদের, ট্রাক ট্যাংলড়ী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, সহ সভাপতি সালাউদ্দিন কাদের, উপজেলা মৎস্যজীবী লীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা সোহাগ, মটর শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ মোক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, শ্রমিক নেতা সোহরাব হোসেন, শাহাদৎ হোসেন সাজু, কার-মাইক্রো শ্রমিক ইউনিয়নের সভাপতি তহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক এমদাদুল হক সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা। এসময় বক্তারা বলেন, ১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকেরা কাজের সময় সীমা আট ঘণ্টা নির্ধারণ, কাজের উন্নত পরিবেশ, মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে ধর্মঘাট আহ্বান করেন। দাবি আদায়ের জন্য বিক্ষুব্ধ শ্রমিকেরা সেদিন রাজপথে আন্দোলন সংগ্রামে ঝাপিয়ে পড়েছিলেন। অত্যন্ত বর্বর কায়দায় দমন করা হয়েছিল সেই শ্রমিক বিক্ষোভ। পুলিশের গুলিতে জীবন উৎসর্গ করেছিলেন শ্রমিকেরা। সারা বিশ্ব সোচ্চার হয়ে উঠেছিল সেই ঘটনায়। শিকাগোর শ্রমিকদের আত্মদানের মধ্য দিয়েই প্রতিষ্ঠিত হয়েছিল শ্রমজীবী মানুষের অধিকার। সভা শেষে মসজিদে যোহরের নামাজ বাদ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

Post a Comment

0 Comments