বিজ্ঞাপন দিন

জলঢাকায় পরিবেশ সুরক্ষা, আবহাওয়া জলবায়ু পরিবর্তণে বৃক্ষরোপন বিষয়ক ক্যাম্পেইন



মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ ‘আপনার পরিবেশকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখুন’ বিষয়ক সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (৫ মে) সকালে আলহাজ্ব মোবারক হোসেন অনির্বাণ বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয় মাঠে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এর আগে একটি র্যালী স্কুল মাঠ থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভায় মিলিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুমন আহমেদ, বিশিষ্ট শিক্ষাবিদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার, প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী রোকন, উপজেলা স্কাউটস সম্পাদক মর্তুজা ইসলাম, অভিনন্দন ফাউন্ডেশনের পরিচালক কাঞ্চন রায় ও আসমানী ফাউন্ডেশনের চেয়ারম্যান শিরিন আকতার আশা প্রমুখ। এসময় আয়োজক ও সমাজকর্মী শিরিন আকতার আশা জানান, ক্যাম্পেইনে গাছের চারা রোপণ, প্ল্যাস্টিকের পণ্য বর্জণে র্যালী ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। পরে আবহাওয়া ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়। ইয়াং বাংলা এর সহযোগিতায় আসমানী ফাউন্ডেশনের আয়োজনে ক্যাম্পেইনে বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

Post a Comment

0 Comments