বিজ্ঞাপন দিন

জলঢাকায় ১৮০ বোতল ফে'ন্সিডিল সহ দুই মা'দক ব্যবসায়ী গ্রে'ফতার



আবেদ আল স্টাফ রিপোর্টারঃ নীলফামারীর জলঢাকা থানা পুলিশের বিশেষ অভিযানে ১৮০ বোতল ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে নীলফামারী জেলা পুলিশ সুপার গোলাম সবুর পিপিএম সেবা'র দিক নির্দেশনায় এবং জলঢাকা থানা অফিসার ইনচার্জ মুক্তারুল আলম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম এর নেতৃত্বে থানার অফিসার ফোর্সের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জলঢাকা উপজেলার বড়ঘাট বাজার এলাকায় একটি ইজি বাইকে তল্লাশি করে ১৮০ বোতল ফেন্সিডিল সহ হাতিবান্দা উপজেলার সিংড়িমারির জনাব আলীর ছেলে হাফিজুর ইসলাম (২৮) ও কুমিল্লা মনোহর গঞ্জের বাইশগাও গ্রামের রফিকুল ইসলামের ছেলে আলমগীর (২৫)কে গ্রেফতার করা হয়। তারা দুজনই পেশাদার মাদক ব্যবসায়ী। থানা অফিসার ইনচার্জ মুক্তারুল আলম জানান, গ্রেফতারকৃত ওই দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তদন্তকারী কর্মকর্তা এসআই মিনহাজুল ইসলাম মাধ্যমে আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Post a Comment

0 Comments