বিজ্ঞাপন দিন

জলঢাকা উপজেলা পরিষদ নির্বাচনে মিন্টু, শাহিনুর ও মানোয়ারা নি'র্বাচিত



মর্তুজা ইসলাম, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ২য় ধাপে নীলফামারীর জলঢাকা উপজেলার নির্বাচনে ১০৫ টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জি আর সারোয়ার।গতকাল মঙ্গলবার রাতে উপজেলা পরিষদ হলরুমে এই ফলাফল ঘোষণা করেন তিনি। এবারের ভোটে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন উপজেলা আ'লীগের সাবেক সভাপতি আনছার আলী মিন্টু। তিনি ঘোড়া প্রতীক নিয়ে ভোট পেয়েছেন মোট ৩৯ হাজার ৬৪। তার নিকটতম প্রার্থী উপজেলা জাসদের সভাপতি গোলাম আজম এলিচ মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩১ হাজার ৪৬ ভোট। পুরুষ ভাইসচেয়ারম্যান পদে উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান ৪৮ হাজার ৩ শত ৩৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী মনোয়ার হোসেন পেয়েছেন ২৩ হাজার ৮ শত ৮২ ভোট। মহিলা ভাইসচেয়ারম্যান পদে মনোয়ারা বেগম ফুটবল প্রতিক নিয়ে ৪৪ হাজার ৮ শত ৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার নিকটতম প্রার্থী অনিতা রানী পেয়েছেন ২৭ হাজার ৫ শত ২৯ ভোট। এবিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জি আর সারোয়ার উপজেলা নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও অবাধ হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

Post a Comment

0 Comments