বিজ্ঞাপন দিন

জলঢাকায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ



মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৮ জুন) সকালে অনির্বান বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা জি, আর, সারোয়ারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনছার আলী মিন্টু। এসময় বক্তব্য রাখেন উপজেলা আ'লীগের সাবেক সাধারণ সম্পাদক সহীদ হোসেন রুবেল, ভাইসচেয়ারম্যান শাহিনুর রহমান, মনোয়ারা বেগম, প্রধান শিক্ষক আমিনুর রহমান, ও রোকনুজ্জামান চৌধুরী রোকন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক। এসময় বক্তারা নতুন কারিকুলাম বাস্তবায়নে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের একযোগে কাজ করার আহবান জানান। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে শতাধিক পুরস্কার প্রদান করা হয়।

Post a Comment

0 Comments