রাশেদুজ্জামান সুমন জলঢাকা নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর জলঢাকা ১০০ (একশত) বোতল ফেনসিডিল সহ দুই জনকে আটক করেছে থানা পুলিশ। এসময় একটি চার্জার ভ্যান জব্দ করা হয়। বুধবার সকালে পৌর এলাকার সামুর মেইলের কাছে রংপুর রোডে, ওসি নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম চেকপোস্ট বসিয়ে লালমনিরহাট জেলার হাতিবান্দা উপজেলার পূর্ব সারডুবি এলাকার নাজির হোসেনের পুত্র সবুজ ইসলাম (২৮) ও একই উপজেলার বড়খাতা এলাকার আব্দুল আজিজের পুত্র ফারুক হোসেন (২৫) কে ১০০ বোতল ফেনসিডিল সহ আটক করে। এসময় একটি চার্জার ভ্যান জব্দ করে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেখিয়ে তাদের গ্রেফতার দেখানো হয়। মামলা নং১০। থানা অফিসার ইনর্চাজ নজরুল ইসলাম মজুমদার বলেন মাদকের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করেছি। তাই এ অভিযান অব্যাহত থাকবে।
0 Comments