আবেদ আলী স্টাফ রিপোর্টারঃ
নীলফামারীর জলঢাকায় একটি চলন্ত মাইক্রবাসে তল্লাশি চালিয়ে ১৭ কেজি গাজাসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মাদক পরিবহণের কাজে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।
থানা সুত্রে জানা গেছে, শুক্রবার রাতে জলঢাকা থানা অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মজুমদারের নেতৃত্বে গোপন তথ্যের ভিত্তিতে থানার অফিসার টিম পৌরসভার বঙ্গবন্ধু চত্বর এলাকায় রংপুর সড়কে বিশেষ পুলিশি চেকপোস্ট বসিয়ে হাতিবান্দা হতে নীলফামারী গামী সাদা রংয়ের নোয়া মাইক্রোবাসের ভিতরে তল্লাশি চালিয়ে কালো ব্যাগের মধ্যে প্লাস্টিক দ্বারা পেছানো ১কেজি করে মোট ১৭ টি প্যাকেটে ১৭ কেজি গাঁজাসহ
হুমায়ুন (৩৮) ও আর্নিকা আক্তার (২৫) নামে দুই স্বামী - স্ত্রীকে গ্রেফতার করে এবং মাদক পরিবহণের কাজে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বাড়ি ঝালকাঠীর রাজাপুর থানার কানুদাস কারী গ্রামে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারনির ১৯(গ)/৪১ রুজু করা হয়।
জলঢাকা থানার মামলা নং-১৬
0 Comments