রাশেদুজ্জামান সুমন জলঢাকা নীলফামারী প্রতিনিধি
নীলফামারী জলঢাকায় স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে সহকারী কমিশনার (ভূমি) এবি এম সারোয়ার রাব্বির সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী মিন্টু। এসময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জি. আর. সারোয়ার, পৌর মেয়র সাদিক হোসেন নোভা, ভাইস চেয়ারম্যান শাহিনুর রহমান, মনোয়ারা বেগম, উপজেলা প.প ও স্বাস্থ্য কর্মকর্তা রেজয়ানুল কবীর, উপজেলা আ, লীগের সাবেক সাধারণ সম্পাদক সহীদ হোসেন রুবেল, বালাগ্রাম ইউপি চেয়ারম্যান আহমেদ হোসেন ভেন্ডার প্রমূখ। বক্তরা কিভাবে সাধারণ মানুষের ভূমি সেবা পাওয়া যায় কিভাবে হয়রানি থেকে নিস্তার পায় সেই পরামর্শ দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক।
0 Comments